
ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার। বর্তমান বাজারদর অনুযায়ী দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর সময়ে দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এই আয় ছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, শুধু চলতি ডিসেম্বর মাসেই বাংলাদেশ ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬ মিলিয়ন বা ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ, প্রবাসী আয় প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৩৫৪ কোটি ডলার। ফলে আলোচিত সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply