
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ – ১০ ( গফরগাঁও – পাগলা ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী হিসাবে কাস্তে মার্কা নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি, বালাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক , সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন। ৬ ডিসেম্বর /২০২৫ শনিবার সন্ধ্যায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টি উপজেলা শাখার সদস্য কমরেড সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় চলমান রাজনৈতিক পরিস্হিতি , জাতীয় সংসদ নির্বাচন , পার্টি সদস্যপদ নবায়ন বিষয়ে রিপোর্ট উত্থাপন করেন শাখার সম্পাদক কমরেড সাইফুস সালেহীন। আলোচনায় অংশ নেন লুৎফর রহমান কাজল ঢালী, মাসুদ মিয়া, জামাল উদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে মহান বিজয় দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় । একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ১০ আসনে এডভোকেট সাইফুস সালেহীনকে পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply