
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫-ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ইস্কফ সিরাপ ও ২৩ বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারির নাম আবিদ মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply