বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হামিদ ফেব্রিক্স দর পতনের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার লেনদেনের শীর্ষে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে গোল্ডেন সন হবিগঞ্জে এই প্রথম নারী পুলিশ সুপার পেলো স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ও ট্রপিক্যাল হোমসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতার মানোন্নয়নে একসাথে কাজ করবে বাংলালিংক ও হুয়াওয়ে শেখ আকতার উদ্দীন আহমেদ আইএফআইসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ভৈরবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক “রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন”-এর যুগান্তকারী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

“রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন” এর উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি ডিজিটাল রূপান্তরের পথে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী নতুন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শাখা ও উপশাখার ম্যানেজারবৃন্দ অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন চালুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক প্রযুক্তি ও আধুনিকায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এখন থেকে গ্রাহকরা তাদের প্রিয়জনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ দেশের যেকোনো শাখা বা উপশাখা থেকে স্বল্পতম সময়ে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে পেমেন্টের সমন্বয় নিশ্চিত করবে।”

স্বয়ংক্রিয় এই ব্যবস্থাটি লক্ষ লক্ষ রেমিট্যান্স গ্রাহকের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এবং দ্রুত সেবা প্রদান, উন্নত মান এবং সারাদেশে নির্বিঘ্নে রেমিট্যান্স পেমেন্ট নিশ্চিত করবে।

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশন ও রিটেইল লাইয়াবিলিটি ডিপার্টমেন্টের প্রধান মিল্টন রায় ব্যাংকের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন এবং রেমিট্যান্স খাতে ন্যাশনাল ব্যাংকের শক্তিশালী অবস্থান ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন।

“রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন” উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি উদ্ভাবন, সেবা উৎকর্ষতা এবং ব্যাংকিং-এ প্রযুক্তি-নির্ভর ও দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS