বাংলাদেশ সত্যের শক্তির সভাপতি রাকেশ রহমান বলেন, ট্রাইব্যুনালে আজ যে রায় হবে সে রায় ফ্যাসিবাদ হাসিনার জন্য কম হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ সে যেভাবে গুম-খুন ও মানুষ হত্যা করে নিজের হাত রাঙিয়েছে তাকে কোনভাবে ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর দিনে তাদের শাটডাউন জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা এক সময় ঐক্যবদ্ধ ছিল তাদের অনৈক্যের কারনে এখন আওয়ামী লীগ ও তাদের দোসররা অনুপ্রবেশ করার সুযোগ পাচ্ছে। নির্বাচনে সাধারণ জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন তারাই ক্ষমতায় যাবেন। তবে আমাদের উচিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা।
১৭ নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সত্যের শক্তির আয়োজনে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর দিনে ফ্যাসিবাদী শাসন ও বর্তমান সরকারের সার্টডাউনকে জাতির সঙ্গে তামাশা হিসেবে উল্লেখ করে “রুখে দাও ফ্যাসিবাদ” শীর্ষক নাগরিক মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কোনভাবেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রশ্রয় দেওয়া যাবে না। জাতি নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী বিরোধী যারা আন্দোলন করেছেন আসুন নির্বাচনে অংশগ্রহণ করি।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, আপনাদের নিশ্চই মনে আছে ২০১২-১৩ সালে আগুন সন্ত্রাসের কথা কারা বলতো, এখন তারাই সারাদেশ জুড়ে বাসে এবং বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ এখন ককটেল লীগে পরিনত হয়েছে। ফ্যাসিবাদ হাসিনার সন্তান জয় দূরে বসে নির্বাচন বানচাল করতে চায়। আমি তার উদ্দেশ্যে বলি আপনি দেশে এসে এ কথা বলুন, আপনার পরিনতি কি হয় দেখুন। জাতিকে ঐক্যবদ্ধভাবে মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করতে হবে এবং তার জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন করতে হবে। এসময় সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করেন বাংলাদেশ প্রেসক্লাব লন্ডন শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ, ইউকে মানবাধিকার সংগঠনের ব্যারিস্টার মুফতি নাফিজ, আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার, জুলাই যোদ্ধা হাওলাদার আবুল কাশেম বিপু, মোঃ শাহাজুল ইসলাম স্বপন, পীযুষ কান্তি হালদারসহ প্রমুখ।
মানববন্ধন শেষে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply