আজ শনিবার (১৬ আগস্ট) সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
হিন্দু পুরাণে উল্লেখ আছে, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতারগ্রহণ করেছিলেন। দুষ্টদের দমন ও শিষ্টদের রক্ষার উদ্দেশ্যে তিনি পৃথিবীতে আবির্ভূত হন। তিনি অশুভ শক্তিকে হটিয়ে সত্য, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করেছেন।
হিন্দুরা বিশ্বাস করেন, যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মানবজাতির কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হন এবং মানুষের মনে শুভবুদ্ধি উদয় ঘটান। এ কারণে শ্রীকৃষ্ণের জন্মতিথি বিশেষভাবে উদ্যাপন করা হয়।
উপাসনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে স্মরণ ও শ্রদ্ধা জানান।
শুভ জন্মাষ্টমীর দিন আজ দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক বর্ণিল জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণপূজা অর্চনা।
Design & Developed By: ECONOMIC NEWS