সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে। বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটার দিকে লাশটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েক দিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা লাশের কথা জানতে পেরেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল পোস্টমর্টেমের পর জানা যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply