নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতা ও প্রবীণ সেবায় বিশেষ অবদানের জন্য সভ্যতার চেয়ারম্যান রেজওয়ানা হোসেন সুমী ও সিইও শাকিল হোসেন আজ হোটেল প্যান প্যাসিফিক সোনার গাঁও পদ্মা হলে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড -২০২৫ এ ভূষিত হয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ এসিয়েশন অব ব্যাংকস্( বিএবি) ছিলেন অ্যাওয়ার্ড তুলে দেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার, এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ, বিশিষ্ঠ কবি ও সাংবাদিক রাজু আলীম, চেয়ারম্যান, গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নার্সিস আক্তার ও ট্রাব কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ।
সভ্যতা প্রায় ১ যুগ যাবৎ সুবিধাবঞ্চিত প্রবীণদের নিয়ে কাজ করে যাচ্ছে। “প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্ত্ততি নিন” এ ই শ্লোগান নিয়ে দেশ ও দেশের বাইরে জনসচেতনামূলক অনুষ্ঠান ও পথশোভা করে আসছে।
বর্তমান প্রজন্ম যেন প্রবীণদের যথাযত মর্যাদা ও তাদের প্রপ্য সম্মান ও অধিকার প্রদান করেন ও নিজে প্রবীন বা বৃদ্ধ হওয়ার আগেেই যেন নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের প্রস্ত্ততি নিয়ে থাকেন , এই বিষয়টিকে সকলের মাঝে তুলে ধরাই সভ্যতার প্রচেষ্ঠা।ঢাকার কেরানীগঞ্জে আগামী আগষ্ট ২০২৫ ইং “সভ্যতা প্রবীণ সেবা ঘর” নামক সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য আধুনিক আবাসস্থল উদ্ধোধন করা হবে বলে সভ্যতার সিইও শাকিল হোসেন আশাবাদী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply