সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ উপস্থাপনার আইকন নাজনীন আক্তার

সালাম মাহমুদ
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নাজনীন আক্তার একজন অত্যন্ত মেধাবী ছাত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনের রসায়ন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

দীর্ঘ ২৩ বছর যাবত বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল ‘মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল’-এর রসায়ন বিভাগের ‘ও’ এবং ‘এ’ লেভেল-এর সিনিয়র শিক্ষক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

পাশাপাশি, ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভিতে সংবাদ উপস্থাপনা করেছেন। এরপর ২০১২ থেকে অদ্যাবধি তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি (ন্যাশনাল টেলিভিশন)-এ সংবাদ উপস্থাপনা করছেন।

বর্তমানে তিনি সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন- News Broadcasters’ Alliance of Bangladesh (NBA)-এর নির্বাচিত সহ-সভাপতি পদে আছেন।  

এছাড়াও, সঙ্গীতে বিশেষ পারদর্শী নাজনীন আক্তার। শুরুতে মোজাফ্ফর হোসেন, এম এ মালেক (শিক্ষক বাফা), এবং পরবর্তীতে দীর্ঘদিন উস্তাদ সঞ্জীব দে-এর কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন।

বিভিন্ন মঞ্চে এবং অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করছেন। অনুষ্ঠান উপস্থাপনাতেও আছে সমান দক্ষতা।

নাজনীন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্যাম্পাস ইভেন্ট আয়োজন করেছে।

দীর্ঘ সময় সংবাদ উপস্থাপনায় অবদান রাখার জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন যার কয়েকটা নিচে উল্লেখ করা হল
* অমরে একুশে সম্মাননা-(বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পারিষদ-বাফেসাপ) (২৫.০২.২০২৫)
* শাইনিং পারসোনালিটি এওয়ার্ড ২০২৫-(বিজনেস ডাইজেস্ট) (১৭.০৩.২০২৫)
* বাফেসাপ এক্সসিলেন্স এওয়ার্ড ২০২৫-(বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ) (১১.০১.২০২৫)
* (বিসিআরসি) এক্সসিলেন্স এওয়ার্ড ২০২৪-(বাংলাদেশ ক্রাইম রিপোর্টার’স কাউন্সিল) (২৩.১০.২০২৪)
* আলোকিত নারী সম্মাননা ২০২৪-(জাগো নারী সোসাইটি)
* বাসাপ স্বাধীনতা সম্মাননা পুরস্কার ২০২১-(বাংলাদেশ সাংস্কৃতিক পারিষদ) (২৯.১২.২০২১)
* বিশ্ব নারী দিবস শুভেচ্ছা স্মারক ২০২০-(ইউনিভারসেল মেডিকেল কলেজ ও হাসপাতাল) (০৮.০৩.২০২০)
*  Sustainability and Inclusive Growth Award 2024-GREEN TECH VENTURES (17.10.2024)

* TRUB Media Award 2024-(30.01.2025)শুধু তাই নয়, খেলাধুলায় ও রয়েছে তার বিশেষ বিচরণ। মাস্টার মাইন্ড স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি তিনি ইন্টার স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন।
এছাড়া  EAKOK ATTOMANOBIK UNNAYAN SHANGSTHA  নামক একটি এনজিওর সাথে ২০০১ সাল থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS