হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডায়াবেটিক সমিতি পরিচালিত, ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল, লালমনিরহাট এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার(২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব অসহায় মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায়: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য লালমনিরহাট। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রেজাউল করিম ও বিএনপির স্থানীয় নেতাকর্মী।
এ সময় উদ্বোধনী বক্তব্যে -লালমনিরহাট-১. হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, গরীব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। আরও বক্তব্য রখেন, লালমনিরহাটের ডায়াবেটিক সমিতির সদস্য সচিব কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী, উক্ত অনুষ্ঠানে গরীব অসহায় মানুষদের জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতারণ করা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply