হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজার নামক স্থানে সকাল ১০টার সময় আব্দুল মালেকের পতোনডোবা গ্রামের মটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর ধরা পড়ে মোঃ রুবেল (৩৫), পিতা ফজলুর রহমান, গ্রাম- গৌগর পাটুয়াপাড়া।
পীরগঞ্জ পিতা পুত্র উভয়ের নামে রানিসংকৈল ও পীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে। স্থানিয় জনগনের গণধোলায়ে ধৃত চোরের মৃত্যু হয়েছে। এব্যাপারে সংশিলিষ্ঠ থানায় যোগাযোগ করলে প্রতিবেদকে জানান যে, লাস ময়না তদন্তের জন্য মরগে পাঠায়, মামলার প্রকৃয়া চলমান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply