আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ দাখিল করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এ অভিযোগ দায়ের করেন দলটির মামলা ও তথ্য বিষয়ক কমিটির সদস্য সালাউদ্দিন খান।
এদিন বেলা ১১টার দিকে সালাউদ্দিন খানের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের তিন সদস্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন।
২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়েও ক্রসফায়ার ও হত্যার ঘটনায় অভিযোগ আনা হয়। এ ছাড়া ১৫৩ জনকে গুমের অভিযোগ করা হয়, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply