দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার (২৬ ডিসেম্বর) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডারগণ ২০২০-২০২১ আর্থিক বছরের জন্য ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা এজিএমে সভাপতিত্ব করেন। এজিএমে কোম্পানির ব্যবস্থাপনি পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, পরিচালক মোঃ আবুল হোসেন, দাস দেবা প্রসাদ, এহসান উল ফাত্তাহ, ইভানা হক এফসিএ, তাসনিম সিনহা, তানভীর সিনহা, সাবরিনা জুনেদ, ফাহিম সিনহা, অতিবিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ইন্টারনাল অডিট এক্সিকিউটিভ (সিআইএই) মোঃ হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোঃ আরশাদুল কবির, এফসিএ- সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply