শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

আমরা খালেদা জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখিয়েছি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ Time View

আমরা খালেদা জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখিয়েছি, আর কত! ৪৪ সালে যদি তার জন্ম হয় তার বয়স কত? সেটাও তো দেখতে হবে।
আমরা তাকে (খালেদা জিয়া) বাসায় রেখে নিজের ইচ্ছা মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছি, এটাই কি যথেষ্ট নয়।
বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এরশাদকে যখন কারাগারে বন্দি করে রেখেছিল, তখন তাকে চিকিৎসার কোনও সুযোগ দেয়নি খালেদা জিয়া। রওশন এরশাদকেও দেয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল, ঘা শুকায়নি সেই ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেফতার করে জেলে বন্দি করে রেখেছিল।
তিনি আরও বলেন, আমাদের নাসিমকে এমন অত্যাচার করেছিল যে তারা ভেবেছিল সে মারা গেছে, তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেয়। যা হোক, সে বেঁচে গেছে। তারপর সেই অত্যাচারের ভিডিও নিয়ে খালেদা জিয়া-তারেক জিয়া দেখে উৎফুল্ল হয়েছে।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আপনাদের ইতিহাস জানা দরকার। তারা আমার পিতার হত্যাকারীদের বিচার করতে দেবে না। খুনিদের বিচার আমরা শুরু করেছি ৯৬ সালে যখন ক্ষমতায় আসি। ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। বিচার শুধু বন্ধই না, একজন খুনি সে বিদেশে মারা যায়। পাশা, সামরিক অফিসার। আমরা ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবে তাদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছি। সেই মৃত অফিসারকে খালেদা জিয়া এসে তাকে অবসরের সুযোগ দেয়। প্রমোশন দিয়ে সব টাকা-পয়সা ফেরত দেয়। কতটা জঘন্য মনোবৃত্তি তাদের সেটাই মানুষকে জানতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS