নিজস্ব প্রতিবেদকঃ মানবজীবনের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর উদযাপিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ। উল্লেখিত তারিখগুলি দুটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ করে :
এই সপ্তাহে সারা বিশ্বে বিভিন্ন শিক্ষা কার্যক্রম, প্রদর্শনী, সেমিনার এবং মহাকাশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। ২০২৩ সালের মহাকাশ সপ্তাহে ৮৩টি দেশে ১৬,০০০ এরও বেশি ইভেন্টের আয়োজন করা হয়।
গতকাল ৮ই অক্টোবর,২০২৪ চট্টগ্রাম এস্ট্রোনমিকাল সোসাইটি কতৃক আয়োজিত হয় “বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান, ২০২৪”।
অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর অঞ্জন কুমার চৌধুরী,পরিচালক, জেএনআইআরসিএমপিএস৷ উক্ত অনুষ্ঠানে “ম্যাথমেটিকাল & অবজারভেশনাল এস্ট্রোনমি এন্ড কসমোলজি” বিষয়ে বক্তব্য প্রদান করেন এসিস্ট্যান্ট প্রফেসর রাজীব কর্মকার,গণিত বিভাগ। পরবর্তীতে “ডার্ক স্কাই” বিষয়ে বক্তব্য রাখেন এসোসিয়েট প্রফেসর নূর মোহাম্মদ ঈমান, পদার্থবিদ্যা বিভাগ। শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডসঅন এক্টিভিটি আয়োজন করে চিটাগাং এস্ট্রোনমিকাল সোসাইটির সদস্যারা৷ পরবর্তী সময়ে শিক্ষার্থীরা মহাকাশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়৷ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাদনা নূর রশিদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে৷
Design & Developed By: ECONOMIC NEWS