ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।
এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলা হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত রকেট হামলায় ইসরাইলের ১২শ লোক নিহত হন। এছাড়াও ওইদিন স্থল ও জলপথে ইসরাইলে ঢুকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। আর এ হামলার পাল্টা জবাবে ফিলিস্তিনের গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। একমাস পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা।
সবশেষ পাওয়া তথ্যমতে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের সাড়ে চার হাজার ৭শ জনের বেশি শিশু। এছাড়াও এদের মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন।
গেলো এক মাসেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরাইলি হামলায় তিনটি গির্জা ও ৭৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৬২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ সময়ে গাজায় ৯৫টি সরকারি ভবন ও ২৫৫টি স্কুল ধ্বংস হয়ে গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply