বাংলাদেশে সম্প্রতি বিপুলসংখ্যক মানুষের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি এও বলছে, সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে সংস্থাটি।
গতকাল সোমবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।
সেখানে ডুজারিকের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি গত ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।
এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।
জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো, আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করি।’
সঙ্গে যোগ করেন, ‘গ্রেফতার হওয়া বিপুল সংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply