তিনি বলেন, পল্টনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় মানিকের গাড়ি ভাঙচুর করা হয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেন, ‘হামলায় মাথায় আঘাত পেয়েছি। তারপর থেকে মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা সবাই বলছিলেন এমআরআই করতে। তাই আমি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি।’
তিনি বলেন, ‘ডাক্তাররা অবজারভেশনে থাকতে বলেছেন। তাই হাসপাতালে ভর্তি হওয়া। এমআরআই করানোর প্রস্তুতি চলছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply