বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে “সমাবেশ ও মানববন্ধন”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

হরিজনদের ঘর ভেঙ্গে মার্কেট বানানো চলবে না। মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে “সমাবেশ ও মানববন্ধন”

আয়োজনে- বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন।

সভাপতিত্ব করেন সুবাস বাসফোর-সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা কমিটি, প্রধান বক্তা- সুদর্শন কুমার বাসফোর (তিথিল)- চেয়ারম্যান-বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, সঞ্চালনায়- অ্যাডভোকেট নন্দ কুমার বাশফোর- মহাসচিব-বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, সংহতি প্রকাশ সহ বক্তব্য প্রদান–মেঘ মোল্লার বসু-সভাপতি-বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, অ্যাডভোকেট প্রদীপ বাসফোর- গাজীপুর জেলা আইনজীবী সমিতি, হেমন্ত দাস- সাধারণ সম্পাদক- জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন,  চান মোহন রবিদাস- সভাপতি- বাংলাদে রবিদাস ফোরাম, ঢাকা, সাজু বাসফোর- সাধারণ সম্পাদক- হরিজন সহায়ক সংগঠন, রংপুর জেলা, কৃষ্ণা বাসফোর- সাধারণ সম্পাদক- বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, শ্রীপুর উপজেলা , গাজীপুর, লক্ষ্মণ চন্দ্র বর্মণ- সাধারণ সম্পাদক- শারদাঞ্জলী ফোরাম- শ্রীপুর উপজেলা, গাজীপুর, আরও সংহতি প্রকাশ করেন- জলি তালুকদার- সাধারণ সম্পাদক – সিপিবি- মহানগর শাখা (দক্ষিণ) ঢাকা, কাইয়ুম হোসেন-সংগঠক- জাতীয় মুক্তি কাউন্সিল, ঢাকা, এবং আরও উপস্থিত ছিলেন- খোকন বাসফোর- সভাপতি- বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখা, রিপন বাসফোর- সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন- গাজীপুর জেলা শাখা, সঞ্জয় বাসফোর- প্রচার সম্পাদক- বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখা, মিলন বাসফোর- হরিজন সংগঠক- নারায়ণগঞ্জ, হরিজন ছাত্র সংগঠক উমিদ বাসফোর, বরমী, শ্রীপুর, গাজীপুর সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS