হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানীর মালিকানাধীন ৪টি চা বাগানের প্রায় ৫ হাজার চা শ্রমিক ২ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে শনিবার ১৭-ফেব্রুয়ারি ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। বকেয়ার টাকা দ্রুত পরিশোধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছে স্থানীয়রা জানায়, দেউন্দি টি কোম্পানির দেউন্দি চা বাগান, গিলানী চা বাগান, রঘুনন্দন চা বাগান ও লালচান্দ চা বাগানের চা শ্রমিকের প্রত্যেকের এরিয়া বিল, পিএফ, সাপ্তাহিক মজুরি সহ অনান্য সুযোগ সুবিধা দীর্ঘদির ধরে বকেয়া রয়েছে। এনিয়ে তারা গত বছর কয়েক দফা আন্দোলন ও ধর্মঘট করলে বাগান কর্তৃপক্ষ তাদের এরিয়ার বিল ৭ হাজার টাকা কিস্তি করে পরিশোধ করে। গত ১৫-ফেব্রুয়ারি তাদের পরবর্তী কিস্তি দেওয়ার নির্ধারিত সময়েও বকেয়া পরিশোধ করেনি বাগান কর্তপক্ষ। এসব চা শ্রমিকের ১ কোটি ৯২ লাখ টাকা এরিয়ার বিল এবং এর বাইরে পি এফ’র বিপুল পরিমান টাকা
এখনো বকেয়া রয়েছে বাগান কর্তৃপক্ষ বার বার দেই দিচ্ছি বলে তাদের সময় কালক্ষ্যাপন করছে। এদিকে এসব বাগানের চা শ্রমিকরা বকেয়া না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চা শ্রমিক বাগানে কর্মবিরতি পালন করে। তারা বাগান কর্তৃপক্ষকে দ্রæত তাদের বকেয়া টাকা পরিশোধের আল্টিমেটাম দিয়েছে। অন্যতায় তারা বাগান বন্ধসহ বিভিন্ন কর্মসূচী পালনের হুমকি দিয়েছে। এতে কেন্দ্রীয় চা- শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক নৃপেন পাল, বাগানের পঞ্চায়েত সভাপতি প্রমীর বোনার্জী, সাধারণ সম্পাদক আপন সাওতাল, উজ্জল কুমার দাস ও অনিল মুন্ডাসহ চা শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ বিষয়ে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার রিয়াজ আহমেদ বলেন, আমরা তাদের প্রত্যেকের এরিয়ার বকেয়া ৭ হাজার টাকা করে পরিশোধ করেছি বাকি ৪ হাজার টাকা করে খুব দ্রুত পরিশোধের চেষ্টা করছি। তবে আমরা নিয়মিত হাজিরা ও রেশন দিয়ে যাচ্ছি তিনি বলেন, চায়ের মুল্য না পাওয়াসহ নানা কারণে বাগানগুলো এখন আর্থিক সংকটে রয়েছে আশা করছি তা দ্রুত কেটে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply