মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে এবারও ব্রি-২৮ ও ২৯ ধান আবাদ হচ্ছে

লিটন পাঠান
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় গত কয়েক বছর ব্রি-২৮ ও ব্রি-২৯ ধান আবাদ করে ক্ষতিগ্রস্থ হওয়া কৃষকরা এবারও ঝুঁকি নিয়ে ওই ধান আবাদ করছেন। সরকারীভাবে এই ধান আবাদ করতে না বলা হলেও কৃষি অফিসারদের তাদরিকের অভাবে ঝুকি নিয়েই চাষ করছেন এই ধান। তবে অধিকাংশ কৃষক এবার ব্রি ৮৮,৮৯ ও ৯২ ধানের আবাদ করছেন। হবিগঞ্জের হাওরে এখন প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কৃষকরা ধান লাগানোতে ব্যস্থ সময় পার করছেন।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলার ১ লাখ ২২হাজার ৮৮৫ হেক্টর জমিতে আবাদ করা হবে বোরো ধান। যা গতবছরের ছেয়ে ২২৫ হেক্টর বেশি। ইতোমধ্যে জেলায় ৫৪ হাজার ২১৩ হেক্টর জমিতে ধানের চারা লাগানো হয়েছে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে গিয়ে দেখা যায়।

প্রচন্ড ঠান্ড বাতাস বইলেও কৃষকরা ধানের চারা লাগানো আর ট্রাক্টর দিয়ে চাষ করতে ব্যস্থ সময় পার করছেন। এ সময় হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, গতবছর ২৮ ও ২৯ ধান আবাদ করে ফসল ঘরে তুলতে পারিনি। এবারও ঝুকি নিয়ে কিছু জমিতে এই ধান আবাদ করেছি। কারন এই ধান খাবারের জন্য খুবই ভাল। তিনি আরও জানান, শীত থাকলেও কৃষকরা ঘরে বসে থাকতে পারে না। সেচ ও শ্রমিক মজুরী বাড়লেও কি খাব এই চিন্তা করে ৫ বিঘা জমিতে ধান আবাদ করেছি। একই গ্রামের কৃষক সুরত আলী এবং মাধবপুর উপজেলার কৃষক মহন মিয়া জানান, বোরো ধান আবাদ করতে বিঘা প্রতি যে খরচ হয় ধান বিক্রি করে সেই খরচ উঠেনা।

শ্রমিক মজুরী বেড়েছে বেড়েছে ডিজেল কীটনাশকসহ সবকিছুর দাম। সব্জির দাম বাড়লেও বাড়ে না ধানের ধান। ফলে কৃষকরা ধান আবাদে আগ্রহ হারাচ্ছে। পইল গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল কালাম বলেন, কৃষি অফিসারদের কোন উপদেশ না নিয়েই ব্রি ২৮ ধান আবাদ করেছি। নতুন ধানের জাতের বীজ ৪৫০ টাকা কেজি। এত বেশি দাম দিয়ে বীজ কিনলে খরচ বেড়ে যাবে। এমনতেই সবকিছুর খরচ বেশি। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম জানান, কৃষি বিভাগ ব্রি ২৮ ও ২৯ ধান আবাদ না করতে কৃষকদেরকে উপদেশ দেয়া হচ্ছে। এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কিছু কৃষক পুরনো অভ্যাসের কারনে এখনও ব্রি ২৮ ধান আবাদ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS