মালদ্বীপে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মালদ্বীপে ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। প্রতিষ্ঠানটির তথ্য মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী মালে থেকে ৮৯৬ কিলোমিটার পশ্চিমে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এনসিএস জানায়, শনিবার সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পরই স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
-রিপাবলিক ওয়ার্ল্ড
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply