ঘন কুয়াশায় ছেয়ে গেছে ভারতের উত্তরাঞ্চল। কুয়াশার তীব্রতা এতই বেশি যে চোখের সামনের বস্তু দেখতেও বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘন কুয়াশাজনিত কারণে দিল্লি, পাঞ্জাব, হারিয়ানা ও চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত মানুষকে রাস্তায় গাড়ি না নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে আবহাওয়া বিভাগ।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ঘন কুয়াশার কারণে দিল্লিগামী ১১টি ট্রেন বাতিল করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রায় ১৩৪টি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। এছাড়াও বিপর্যয় হয়েছে ২২টি ট্রেনের শিডিউলও।
তবে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার দিল্লির বায়ুর মানের খানিকটা উন্নতি হয়েছে। বায়ুমান ৩৫৬- তে রয়েছে আজ। যদিও বায়ুমানে সূচক অনুযায়ী এটিও ‘খুব খারাপ’ অবস্থা।
বুধবার (২৭ ডিসেম্বর) থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লিসহ প্রায় পুরো ভারত। কুয়াশার কারণে উত্তর প্রদেশের রাস্তায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হওয়ার খবরর পাওয়া গেছে। এছাড়া বেরেলি-সুলতানপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে।
-এনডিটিভি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply