বাংলাদেশের সিনেমা হলে চলছে বলিউড সিনেমা ‘জওয়ান’-র ঝড়। কাহিনির পাশাপাশি এ সিনেমার গানে নাচছে গোটা বিশ্ব। আগেই জানিয়ে রাখি, এ সিনেমার সুন্দর সুন্দর গানের ক্রেডিট কিন্তু শাহরুখ খানের নয়। মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দর তার সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন ‘জওয়ান’ সিনেমার পুরোটা সময়। আর বলিউডের এই মিউজিক ডিরেক্টরই যদি ঢালিউডের বাংলা সিনেমায় কাজ করেন তবে কেমন হবে একবার বলুন তো?
খুব শিগগিরই বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন সুদর্শন এই মিউজিক ডিরেক্টর। আর এমনই সুসংবাদ দিয়েছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, অভিনেতা অনন্ত জলিল।
সম্প্রতি এ ঢালিউড অভিনেতা অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে। সেখানেই সময়ের সঙ্গে আলাপকালে জলিল বলেন, ‘জওয়ান’ সিনেমা বিগ বাজেটের একটি ছবি। বাংলাদেশে এমন ছবি বানানো এখনও সম্ভব নয়। তবে আমি এ সিনেমা দেখেছি। ক্ষুদ্র আমি এ সিনেমা নিয়ে কী বলব ভেবে পাচ্ছি না। এ সিনেমায় শাহরুখ খান সহ সব অভিনয় শিল্পীর অভিনয়ই দারুণ লেগেছে। সিনেমার মেকিংও ছিল অসাধারণ।
অনন্ত জলিল আরও বলেন, ‘জওয়ান’ সিনেমার গান অনেক সুন্দর হয়েছে। একটি সিনেমায় মিউজিক যে কত গুরুত্বপূর্ণ তা ‘জওয়ান’ সিনেমা দেখে আবারও অনুভব করলাম।
এরপরই দর্শকদের সুসংবাদ দেন জলিল। জানান, ‘নেত্রী’ সিনেমার কাজ চলছে। ‘জওয়ান’ সিনেমা দেখার পর আমাদের ‘নেত্রী’ সিনেমার মিউজিকের দিকটি নিয়ে নতুন করে ভেবেছি। আমরা চেষ্টা করব, এ সিনেমার মাধ্যমে দর্শকদের সুন্দর কিছু গান ও সুর উপহার দিতে। তাই যিনি ‘জওয়ান’ সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন তাকে দিয়েই আমাদের ঢালিউডের সিনেমা নেত্রী-র মিউজিক ডিরেক্টরের কাজ করানোর ইচ্ছা রয়েছে।
নেটপাড়ায় অনন্ত জলিলের মুখে এমন সুসংবাদ শুনে নেটিজেনরা তো বেশ খুশি হয়েছেন। তারা এখন অপেক্ষায় আছেন কবে প্রেক্ষাগৃহে আসবে অনন্ত আর বর্ষা অভিনীত ‘নেত্রী’ সিনেমা, কবে হিন্দিতে নয়, বাংলায় শুনতে পারবেন ‘জওয়ান’ সিনেমার মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দর সুরের জাদু!
Design & Developed By: ECONOMIC NEWS