নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের আংশিক কমিটি গঠিত হয়েছে। আজ ১৪ই আগস্ট সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য বিদায়ী সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এড. নাসির উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক হয়েছেন যুবনেতা মোঃ আল আমিন খান এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মুসা ফরাজী। নবগঠিত কমিটি অতি শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সভায় জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply