নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সভাপতি মোশারফ হোসেন এর স্ত্রী সেলিনা আক্তার (৫৮) হৃদরোগজনিত কারণে আজ ০৮ জুলাই-২০২৩, সকাল ৮ টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে …………………..রাজেউন )।
আজ বাদ আসর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন আমিশা পাড়া ইউনিয়নের বটগ্রাম এ নিজ বাড়ির আঙ্গিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে, ১ ছেলে ও নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে সেলিনা আক্তার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS