সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেলো মতিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৬৬ Time View

‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ এর দ্বিতীয় পুরস্কার পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। বাংলাদেশের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে (টেক্সটাইল ও স্পিনিং) উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য এই পুরষ্কার অর্জন করে মতিন স্পিনিং।

শনিবার (১৭ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এর স্বীকৃতি হিসেবে সনদ ও ট্রফি দেওয়া হয় শিল্পপ্রতিষ্ঠানকে।

অনুষ্ঠানে শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার ছয়টি ক্যাটাগরিতে ৩৯টি প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ এবং দুটি ট্রেড বডি ও অ্যাসোসিয়েশনকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১’ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS