শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

পরিবেশ কমিশন গঠনের আহবান জানিয়েছেন অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ১০ জুন ২০২৩ শনিবার বিকেল ৫ টায় ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৩’ উপলক্ষে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে  জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ‘পরিবেশ কমিশন’ গঠনের আহবান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও কবি অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী।

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”-প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপি এবারের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সংগঠনের ভাইস চেয়ারম্যান পেশাজীবি নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা এর সম্পাদক কবি অশোক ধর।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, যোগাচার্য ড. শংকর তালুকদার,  ইঞ্জিনিয়ার জাফরিন ফেরদৌস, কবি তৌহিদুল ইসলাম কনক, অভিনেতা এবি বাদল প্রমুখ।

উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাজমুল হাসান মিলন, আবদুর রাজ্জাক, ফরহাদ হোসেন, মাহিদুল ইসলাম মাহী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী আরও বলেন, ‘বিশ্বব্যাপি প্লাস্টিকের ব্যবহার এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমাদেরই অপচনশীল এই প্লাস্টিক পণ্য পুনঃপ্রক্রিয়াজাত করে সুষম ব্যাবহারের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন’-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্মিলিত উদ্যোগ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের কর্মপরিকল্পনা ও সময়োপযোগী আইন এর যথাযথ বাস্তবায়ন, প্রয়োগ ও সমন্বয়ের মাধ্যমে সামগ্রিক পরিবেশ দূষণ রোধ করতে হবে’।

বক্তারা বলেন, প্লাষ্টিকের সর্বগ্রাসী ব্যবহার, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, ইটভাটার নির্গত ধোঁয়া, সুউচ্চ বহুতলভবন নির্মাণ, খালবিল ভরাট, নদী ভরাট ও দখলের কারণে প্রতিনিয়ত আমাদের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এ বিষয়ে সরকার, সাংবাদিক, সুশীল সমাজ ও উন্নয়ন কর্মীদের একত্রে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক বলেন, ‘পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক পরিবেশ সহনশীল হলে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে পরিবেশ দূষণ রোধ করা যাবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক। আমাদের পরিবেশ আমরাই তৈরি করবো।বৈদেশিক কোন শক্তির কাছে  মাথা নত করবো না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পরিবেশ কাঙ্খিত মানে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS