নিজস্ব প্রতিবেদকঃ রাজস্বখাতে নিয়মিতকৃত প্রায় ২ লাখ কর্মচারিদের পেনশন ও গ্র্যাচুয়িটি থেকে দেশের এজি অফিসগুলো জোরপূর্বক বেআইনীভাবে ৬ হাজার কোটি টাকা কর্তনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
ক্ষোভের সংগে সংগঠনের নেতৃবৃন্দ জানান যে, বিদ্যমান বিধি-বিধান থাকা সত্ত্বেও অনেক চেষ্টা-প্রচেষ্টা, তদবীর-তাগাদা, অভিযোগ-অনুযোগ ও মামলা-মোকদ্দমার পরও প্রাপ্যতা বহাল রাখা সম্ভব হচ্ছে না। বিধি-বিধান ও আদালতের রায় উপেক্ষা করে কর্তন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। দীর্ঘ চাকুরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি উত্তোলনের ক্ষেত্রে চেহারায় বার্ধক্য ও চিন্তার ছাপ পড়া অচল বয়স্ক দেশের নিবেদিত কর্মীদেরকে আর্থিক ও প্রশাসনিক হয়রানী অব্যাহত রেখেছে কতিপয় সংঘবদ্ধ একটি সিন্ডিকেট। বিষয়টি আশু নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।
সংগঠনটির মহাসচিব আরও বলেন যে, সম্প্রতি ঋণগ্রস্ত পাকিস্তানে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি এখন আকাশছোঁয়া। বিদেশি রিজার্ভের পরিমাণও প্রায় শূন্য। ঋণে ডুবেছে প্রতিটি সেক্টর। তবুও সরকারি কর্মচারিদের পরিবারের জীবনধারণ ব্যয় মিটাতে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে কর্মচারিদের বেতন ৩৫ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে থেকেও অবসরপ্রাপ্ত কর্মচারিদের পেনশন ১৭.৫ শতাংশ বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির কারণে চাল-ডাল, আটা-ময়দা, গম-ডিম, আদা-পেঁয়াজ-রসুন, তরি-তরকারি, শাক-সবজি, ওষুধ, জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাস্তবতার আলোকে সরকারি কর্মচারিদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধে, অবসরপ্রাপ্ত কর্মচারিদের পেনশন ও গ্র্যাচুয়িটি ২৫ শতাংশ বৃদ্ধি, সারাদেশে এক ও অভিন্ন কর্মচারি পুল গঠন, পূর্বের ন্যায় চাকুরি জীবনে ০৩ (তিন) টি উচ্চতর স্কেল পুন:র্বহাল, প্রতিটি দপ্তরে সংস্থায় রেশনিং সেল গঠন, নিয়মিতকৃত কর্মচারিদের পেনশন ভোগান্তি নিরসন ও আর্থিক-প্রশাসনিক হয়রানী অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply