ভারতের বক্স অফিসে ‘পুষ্পা: দ্য রাইজ’ঝড়ের পর এর সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এ বড় চমক আনতে চলেছেন নির্মাতারা। শিগগিরই সিনেমাটির কিছু ঝলক দেখতে পাবেন দর্শকরা।
জানা গেছে, আগামী ৮ এপ্রিল সিনেমাটির নায়ক আল্লু অর্জুনের জন্মদিনই আসছে ‘পুষ্পা ২’এর প্রথম টিজার। তবে যেমন-তেমনভাবে নয়, অ্যাকশনে ভরা টিজার নিয়ে আসছে ‘পুষ্পা’টিম।
সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, টিজার দিয়েই ভক্তদের উসকে দিতে চাইছেন নির্মাতারা। এখন কর্ণাটকে চলছে সিনেমাটির শুটিং, শিগগিরই সেটে যোগ দেবেন মালয়ালাম তারকা ফাহাদ ফাসিল। প্রথম কিস্তির শেষভাগে ক্যামিও নিয়ে হাজির হলেও ছবির দ্বিতীয়টি কিস্তিতে তার বড় ভূমিকা থাকবে বলেও জানা গেছে।
এর আগে, এক সাক্ষাৎকারে নির্মাতারা জানিয়েছিলেন, ‘পুষ্পা টু’-কে এক উচ্চতায় পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। তাই বাজেট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না তারা। পুষ্পার নতুন পর্বে এমন সব অ্যাকশন দৃশ্য দেখা যাবে, যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি। ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply