নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়াদিগর গ্রামে অগ্নিকান্ডে কৃষক আসাদুল, জোবেদ আলী, সিরাজুল ও আব্দুর রাজ্জাক এ চার পরিবারের গোয়ালঘর পুড়ে ছাঁই হয়েছে। এসময় গোয়াল ঘরে থাকা আসাদুলের ৪টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগী পুড়ে মারা গেছে। বাকী তিন পরিবারে গরু-ছাগল রক্ষা পেলেও গোয়াল ঘর পুড়ে ছাঁই হয়েছে। এতে ওই চার পরিবারের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে কয়েলের আগুন থেকে প্রথমে কৃষক আসাদুলের গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সমস্ত গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তিনটি গোয়াল ঘরের গরু -ছাগল অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করলেও গোয়ালঘর ৪টি পুড়ে যায়।
এদিকে সোনাতলা ফায়ার্সাভিস ইউনিটে অগ্নিকান্ডের সংবাদ দেয়া হলে ফায়ার র্সাভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে পৌঁছার পূর্বেই ৪ গোয়ালঘর ছাঁই হয়ে যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply