রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

গাইবান্ধায় তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের মূলহোতা কালাম মিয়াসহ (৪৪) তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার  রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত কালাম মিয়া গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ির মৃত দুলা মিয়ার ছেলে। 

অপর গ্রেপ্তারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়া ওরফে পিচ্চু ও কাশদহ গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আবদুর জব্বার।

পুলিশ সুপার কামাল হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর একটি এফআইআর এর ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে কালাম ও তার সহযোগী ময়নুল মিয়া ওরফে পিচ্চুকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের তালেরভিটা নামক স্থান থেকে দুইটি ১০০ সিসির বাজাজ, একটি ১২৫ সিসির টিভিএস স্ট্রাইকার ও বাজাজ কোম্পানির ১০০ সিসির একটি প্লাটিনা মডেলের মোটরসাইকেল উদ্ধার হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেল সিন্ডিকেটের মূল হোতা কালামের বিরুদ্ধে বর্তমানে ১১টি চুরির মামলা রয়েছে। প্রতিটি মামলা বিচারাধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS