বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

এসআইবিএল এর ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো.  ইয়াহিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- কুমিল্লার লালমাই এর গৈয়ারভাঙ্গা বাজার, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমতলী বাজার, মাদারীপুরের রাজৈর ইলিবপুরের ভোটঘর বাজার, কিশোরগঞ্জ কুলিয়ারচরের ফরিদপুর বাজার, নোয়াখালীর সোনাইমুড়ীর কালিকাপুর বাজার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গোপীনাথপুর নতুন বাজার, নরসিংদীর রায়পুরার হাটুভাঙ্গা বাজার, ঢাকার ধামরাইয়ের বালিয়া বাজার, খুলনার ফুলতলা জামিরা বাজার, যশোর মনিরামপুরের নেংগুরাহাট, লক্ষ্মীপুরের ফরাশগঞ্জ বাজার, রামগঞ্জের Wv¹vZjx মসজিদ বাজার, বগুড়ার দুপচাঁচিয়ায় চৌমুহনী বাজার, সিলেটের দক্ষিণ সুরমায় জালালপুর বাজার, গোলাপগঞ্জ পুরকায়স্ত বাজারের মসজিদ মার্কেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS