ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকা দখল করেছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৫৯৪ বারে ২ লাখ ২৩ হাজার ২১১টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ১৩.৩০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দর ৮ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ, এস.এস স্টিল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, অগ্নি সিস্টেমস, মেট্রো স্পিনিং ও ফার্মা এইডস লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply