শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

বিআরটিএ-র অভিযান: 84 টি বাসের বিপরীতে 3 লক্ষ 44 হাজার 4 শত টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা, 01 সেপ্টেম্বর 2022: অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে 14টি স্পটে বিআরটিএ-র 09টি ভ্রাম্যমাণ আদালত 35টি বাসের বিপরীতে 1,43,000/- (এক লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করেছে।
এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটি বিহীন, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে 84 টি বাসের বিপরীতে 84 টি মামলায় 3,44,400/- (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার চাঁরশত) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় 01 (এক) টি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
বিআরটিএ-র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আজিজুল ইসলাম, সচিব জনাব এ, টি, এম কামরুল ইসলাম তাং, পরিচালক (রোড সেফটি) জনাব শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) জনাব মোঃ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS