হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মহিলা আর্দশ কলেজ চত্বরে প্রফেসর মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে এড.মোঃ নুরুল ইসলামের পরিচালনায় দি¦-বার্ষিক সম্মেলন,ভোট গ্রহন ও ফলাফল ঘোষনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান সভাপ্রতি বি এন পির, সাবেক উপজেলা চেয়ারম্যন ঠাকুরগাঁও।বিশেষ অতিথী, মোঃ জেড র্মুতুজা চৌধুরী (তুলা) সাবেক এমপি, র্নিবাহি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ডাঃ মোঃ আব্দুস সালাম,ডক্টটরস এসোসিয়েশন অব বাংলাদেশ, মোঃ সুলতান ফোরদৌস ন¤্র চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও, নাজমা পারভীন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন,মোঃ করিমুল হক,মোঃ হাফিজুদ্দীন (ডিলার) বি এন পির কৃষক দলের সভাপতি প্রমুখ।
আলোচনা সভা শেষে ভোট গ্রহন শুরু হয়।সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ করিমুল হক ২২৪ টি ভেটে।তাঁর নিকটতম প্রাথী মোঃ জামালউদ্দীন২২০ টি ভোট পায়। সাধারন সম্পাদক পদে আলহাজ্ব মোঃ আবুতাহের ২৪৬ টি ভোট পায়। তাঁর নিকটতম প্রার্থী আলহাজ¦ মোঃ ইসমাইল হুসেন ১৫৮ টি ভোট পায়। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন নির্বাচীত হয়।(১) এড.মোঃ ইব্রাহীম ২৮৩ টি ভোট পায়, (২) মোঃ শফিকুল ইসলাম ২৩৫ টি ভোট পেয়েছে। মোট ভোটার ৪৪৬ জন ভোট কাষ্ট হয় ৪৪৪ টি বলে দলীয় নির্বাচন কমিশন সূত্রে জানা জায়
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply