সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫২ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৩৬) নামে বিমান বাহিনীর একজন সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

সোমবার (২৩ মে) ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ডভ্যানে বাসার মালামাল নিয়ে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, হয়তো বড় কোনও ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আবার সামনি-সামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের সামনে বসে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ডভ্যানের চালকও পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিকেও জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।