আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি : সিলেটে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে ১১ নভেম্বর মঙ্গলবার বিকেলে যুব মহিলা লীগ সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক,দক্ষিণ সুরমার চোর সিন্ডিকেট এর মূলহোতা মক্ষী রাণী লাকি আক্তার ওরফে লাকি আহমেদ এর সঙ্গী একটি দুষ্টু অপরাধ চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় একটি সিএনজিতে দুজন অপরিচিত যুবক ও ছাগলকে দিয়ে ফিল্মি স্টাইলে চুরির নাটক সাজিয়ে পুলিশ প্রশাসন সহ স্থানীয়দের মধ্যে চরম কৌতুহল সৃস্টি ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিগত কিছুদিন পূর্বে মক্ষীরানি লাকি আহমেদ,ছিনতাইকারী আব্দুল আলিম রাণা ওরফে সম্ভু রাণা,মলম পার্টির সর্দার টোকাই কামরুল হাসান জুলহাস ওরফে কাঠ জুলহাস এর বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা ও অপরাধ কর্মকান্ডের বিষয়ে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক ছবিসহ নিউজ পাবলিশ হলে এরই জের ধরে এই সিন্ডিকেট বিভিন্ন নাটকীয়তার আশ্রয় নেয়া সহ ষড়যন্ত্রের গভীর জাল বিস্তার করতে থাকে। সরেজমিন উপস্থিতির মাধ্যমে এই সিন্ডিকেট তারা নিজেকে সাংবাদিক দাবী করে ভিডিও করে ও ছবি তুলে চুরির ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেয়। কামরুল হাসান জুলহাস সে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে বৈচিত্র্যময় সিলেট এর সম্পাদক আবুল কাশেম রুমন পরিচয় দিয়ে অশালীন কথাবার্তা বলেন ও হুমকি প্রদান করেন। মূলত এই পত্রিকার ভাবমূর্তি নস্ট করতে এবং সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদককে অসৎ ভাবে নাজেহাল করার অসৎ উদ্দেশ্যে এই নাটকীয়তার সৃষ্টি হয়েছে বলে উপস্থিত জনসাধারণ মন্তব্য করেন। লাকি আহমেদ বৈচিত্র্যময় সিলেট এর স্টিকার তৈরি করে তিনি অভিনব স্টাইলে সিএনজির সামনে লাগিয়ে আতংক সৃস্টি করেন। এই সিন্ডিকেট কখনও সাংবাদিক কখনও রাজনৈতিক পরিচয় সহ একেক সময় একেক পরিচয় দিয়ে সমাজে একের পর এক অপরাধ প্রবণতা সহ চাঁদাবাজি করে যাচ্ছে। লাকি,রাণা,জুলহাস চক্র মারকাজ পয়েন্টে ভিডিও ধারণ সহ দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে গিয়েও ভূঁইফোড় অনলাইন পেইজে লাইভ করে ফেসবুকে বিষয়টি ছড়িয়ে দেয় এতে সাধারণ মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য,লাকি আহমেদ এর জন্ম ময়মনসিংহের একটি পতিতা পল্লীতে,বর্তমানে লাকি,লাকির মা চিকন পারুল,নানী কানা ছকিনা সহ লাকির মেয়ে পতিতা আনজুমান আরা জুঁই সিলেট নগরীর মুন্সিপাড়ায় পালস্ হসপিটাল এর পাশে ৬ নং বাসায় আওয়ামীলীগ নেতা রাজা মিয়ার কলোনীতে পুরুষ বিহীন অবস্থায় রয়েছে। এখানে থেকে লাকি সহ পুরো পরিবার রহস্যময় অভিনব স্টাইলে পতিতাবৃত্তি,মাদক সেবন-বিক্রি সহ ভয়ংকর সব অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।প্রশাসনের নাকের ডগায় থেকে এমন পরিস্থিতিতে লাকি ইতিমধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত সহ জেল খেটে এসে বেপরোয়া জীবনযাপন করছে। বিস্তারিত আসিতেছে পরবর্তী নিউজে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply