বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

প্রবৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

২২ অক্টোবর ২০২৫ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি চট্টগ্রামে আয়োজন করে “ম্যানেজার্স মিট”, যেখানে চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল শাখাগুলোর সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা, কার্যক্রম সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য কার্যকর কৌশল প্রণয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিম।

সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকারিতা বৃদ্ধির জন্য চারটি কৌশলগত অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন- উদ্ভাবনী ডিপোজিট সংগ্রহ, দক্ষ ঋণ পুনরুদ্ধার ব্যবস্থাপনা, আমদানি ব্যবসার সম্প্রসারণ, এবং সেলস ও মার্কেটিং কার্যক্রমের উন্নয়ন। এসব বিষয়কে ব্যাংকের দীর্ঘমেয়াদি সাফল্য ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী তাঁর মূল বক্তব্যে শাখা ব্যবস্থাপকদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শাখাই ব্যাংকের প্রবৃদ্ধি ও সুনামের চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন, সফল ব্যাংকিংয়ের ভিত্তি তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে- দূরদর্শী নেতৃত্ব, কার্যক্রমে সততা, এবং সিদ্ধান্তে পেশাদারিত্ব।

তিনি বলেন, “বর্তমান ব্যাংকিং খাত দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের চিন্তায় উদ্ভাবন আনতে হবে, গ্রাহকদের জন্য নতুন মূল্য সৃষ্টি করতে হবে, এবং প্রতিটি সিদ্ধান্তে সর্বোচ্চ দায়িত্ববোধ প্রদর্শন করতে হবে। এটি প্রতিযোগিতার যুগ—কিন্তু ঐক্য, শৃঙ্খলা ও লক্ষ্যনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”

ব্যবস্থাপকদের উদ্দেশে তিনি আরও বলেন, “মনকে প্রস্তুত করুন বড় ভাবনার জন্য, সততাকে করুন অভ্যাস, ইতিবাচক মনোভাব বজায় রাখুন, এবং প্রতিটি উদ্যোগে নিজের ভূমিকা সম্পর্কে সচেতন থাকুন।”

তিনি যোগ করেন, এই চারটি গুণ কেবল সম্মিলিত সাফল্যের পথ প্রশস্ত করবে না, বরং ন্যাশনাল ব্যাংককে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং গ্রাহকসেবা উৎকর্ষতার লক্ষ্যে নব উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS