হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মিহিকে অপহরণের ঘটনায় আসামি মুস্তাকিন কে আটক করেছে র্যাব-৯।
জানা যায়, ভিকটিম মিহি চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় মো. মুস্তাকিন মিয়া (২৫) ভিকটিমকে উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে মুস্তাকিন মিহিকে অপহরণের পরিকল্পনা করে। এরই সূত্র ধরে গত ১৩ মে দুপুরে ভিকটিম এসএসসি পরীক্ষা শেষে স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মুস্তাকিন জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ০৫ আগস্ট রাতে বাহুবল থানার বাহুবল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং-২৫, মূলে অপহরণের মূলহোতা মুস্তাকিনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি- মোঃ মুস্তাকিন মিয়া (২৫), সে বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ০৬-আগস্ট দুপুরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS