নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যারা রাজনীতি করি, তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ঙ্কর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হব না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।”
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবীপুর মুন্সিরহাট এলাকায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “মুসলমান, হিন্দু, খ্রিস্টানদের ভাগ করে রাখা হয়েছে, অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করছি। গ্রামে একে-অপরের বিপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।”
১৯৪৭ সালে দেশ ভাগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, “আমরা তখনো মিলেমিশে থেকেছি। শান্তি নষ্ট করার জন্য সে সময় উপরে যারা ছিল, তারা আমাদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিত। আমরা বিভাজনের দিকে যাব না।”
এলাকাবাসীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের সঙ্গে ছিলাম, থাকব। নির্বাচনে হারি অথবা জিতি আপনাদের সঙ্গেই থাকব। আমারা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলব।”
তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “প্রফেসর ইউনূস দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো দেশের আরো ক্ষতি করবে। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply