শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বেতনহীন নন এমপিও শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীতে সারাদেশের ভূখানাঙ্গা শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। জীবণের ঝুঁকি নিয়ে অত্যন্ত কষ্টসাধ্য লাগাতার অবস্থান কর্মসূচী ১৭ দিন অতিবাহিত হওয়ার পর ১২ মার্চ সরকার নন এমপিও শিক্ষকদের প্রতিনিধিদের আলোচনার আহবান জানান। সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় সিনিয়র সচিব নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা দিয়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানান এবং এমপিওভূক্তির প্রক্রিয়া ও আমাদের প্রস্তাবনা চান। আমরা তড়িঘড়ি করে ১৩ মার্চ তারিখেই খসড়া এবং দুই সপ্তাহ পর চুড়ান্ত প্রস্তাবনা দাখিল করি। কিন্তু আজ পর্যন্ত এমপিওভূক্তির কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। ফলে সারাদেশের নন এমপিও শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

এ সময় সারাদেশের নন এমপিও শিক্ষকরা ফের কঠোর আন্দোলনের ডাক দিতে নেতৃবৃন্দের উপর চাপ সৃষ্টি করে জোরালো বক্তব্য দেন।

সমাবেশের বক্তব্য রাখেন নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ আবতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক আবুবকর মোঃ এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুপার ফরিদ উদ্দিন নূরী সহ সকল জেলা কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এমপিওভূক্তির প্রজ্ঞাপন জারি না করলে ফের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অধ্যক্ষ দবিরুল ইসলাম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করা এখন সরকারের দায়িত্ব।

অধ্যক্ষ মনিমুল হক বলেন, সরকার প্রতিশ্রুত এমপিওভূক্তির ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সকল নন এমপিও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS