রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন ও তার স্ত্রী এলিনা আক্তার পলির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ ছাড়া তার স্ত্রীর মালিকানায় বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তথ্য পাওয়া গেছে। তাই অভিযোগের অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়ার আদেশ প্রয়োজন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজশাহী-তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আয়েন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply