শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে খেজুরে সয়রাব, চাহিদা অনুযায়ী দাম নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

সিলেট প্রতিনিধি : রোববার (২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে সিলেটের খেজুরের পাইকারী ও খুচরা বাজার গুলোতে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। গত বছরের তুলনায় এ বছর আমদানি বেশী হওয়াতে খেজুরের দাম কিছুটা কম। আমদানিতে শুল্ক-কর কমানোয় খেজুর ভেদে কেজিতে দাম কমেছে ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে পাইকারী দোকানে দাম কম থাকলেও খুচরা দোকানে খেজুরের দাম প্রি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা ও কোন কোন খুচরা ফল দোকানে ২০০ থেকে ৩০০ টাকা পার্থক্য লক্ষ্য করা গেছে।

গতকাল শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ পাইকারী ফল মার্কেট ও নগরীর বন্দরবাজার-কদমতলী খুচরা ফল বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে ১৫ থেকে ২০ রকমের খেজুর পাওয়া যাচ্ছে। আবার একই খেজুরের ভিন্ন ভিন্ন দাম রয়েছে। গত বছরের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে, সাধারণ মান থেকে উন্নত মানের খেজুরের দাম কেজিতে কমেছে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা।

শনিবার (১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ ইয়াছিন প্লাজা ফল মার্কেটের খেজুরের পাইকার মেসার্স কৈলাস ফ্রুটস এজেন্সিতে গিয়ে দেখা যায়, ইরাকের ‘জাহিদি’ খেজুর গত বছর রোজায় বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি। এবার একই  খেজুর বিক্রি হচ্ছে সিলেটে ১৮০ টাকা কেজি। মাঝারি আকারের মিশরের ‘মেডজুল’ গত বছর বিক্রি হয়েছিল ১৫০০ টাকা  কেজি। এবার বিক্রি হচ্ছে ১৪৬০, ১৩৬০ ও ১১৫০ টাকা কেজি। এ ছাড়া প্রতি কেজি দুবাইর দাব্বাস খেজুর ৪৫০ থেকে ৩৮০ টাকা, খেজুরের মধ্যে মান অনুযায়ী সৌদি আরবের আজোয়া ১১০০ থেকে ৯০০ টাকা, সৌদি আরবের কলমি ৮৬০  থেকে ৬৬০ টাকা, দুবাইর নাকাল ৩৫০ থেকে ৩০০ টাকা, সায়ের ৩৫০ টাকা থেকে ২৫০ টাকা, সাফারি ৬০০ টাকা, মাশরুখ ৪০০ টাকা, সৌদি আরবের ৮০০ টাকা থেকে ৭৫০ টাকা, দুবাইর হুমায়রা ৫০০ টাকা থেকে ৪৪০ টাকা, তিনোশিয়ার ছড়া  খেজুর ৬০০ থেকে ৫৫০ টাকা, দুবাইর ভিজা জাহিদি (৩০/৩৫ কেজির বস্তা) প্রতি কেজি ২৫০ টাকা  থেকে ১৩৫ টাকা, মিসরের আম্বর ১৩০০ থেকে ৯০০ টাকা, ইরানী মরিয়ম ১২০০ টাকা থেকে ১০০০ টাকা, দুবাইর লুলু  খেজুর ১০ কেজির কার্টুন ৪০০০ থেকে ৩৯০০ টাকা, দুবাইর কাউন্টডাবাস এক কেজির প্যাকেট ৫০০ টাকা থেকে ৪৫০ টাকা ও আলজেরিয়া খেজুর ৫০০ থেকে ৪০০ টাকায় প্রতি কেজি পাইকারী বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS