বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭০ জন। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০৪ জন ডেঙ্গু রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে ব্যক্তি মারা গেছেন, তিনি বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে তিন জন, চট্টগ্রামে সাত জন, খুলনায় দুই জন, রাজশাহী বিভাগে তিন জন এবং বরিশাল বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩০৩ জন; আর ৪১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৫৬২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৩০৬ জন।
ডিসেম্বরের ২৮ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৮২ জনের।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply