
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর শিক্ষকদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পায় ১১ হাজার টাকা। সকল সুবিধা যুক্ত হলেও বেতন পায় ১৭ হাজার টাকা। এই টাকায় পরিবার নিয়ে চল খুবই কষ্টকর হয়ে যায়। মাসিক এ বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। সহকারী শিক্ষকদের বেতন যদি ১০ গ্রেডে যুক্ত হয় তাহলে পরিবার নিয়ে চলা যাবে।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনভাতায় বৈষম্য চান না শিক্ষকরা। বক্তার আরো বলেন, সরকার নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করেছে৷ পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী টানেল এখন দৃশ্যমান, দেশ আর্থিকভাবে সক্ষমতা অর্জন করেছে। আমরা নোবেল বিজয়ী বীরের জাতি, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্র ক্ষমতায়। প্রাথমিক শিক্ষকদের দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্যবিরোধী মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের ন্যায়সংগত দাবি বাস্তবায়নে বৈষম্যবিহীন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী শিক্ষকদের পক্ষে প্রধান সমন্বায়ক মো. শাহীন আহমেদ ভূইয়া সহ-সমন্বয়ক মো. সবুজ খান, সাদিয়া সুলতানা, হোসেন, রাশেদুল হক, তারেক মিয়া, মাসুম মিয়া, সুমন খান, কিরণ মিয়া, ফারহানা আক্তার লিপি,খালেদা আক্তার ও মিশু বেগম প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved