
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৭ জন।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ হাজার ১২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে আছে এক হাজার ৭৯২ জন। বাকি এক হাজার ৭৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved