
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ী ও শীর্ষ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আটকৃত আসামীরা হলেন, ঘোড়াকান্দা এলাকার সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মৃত সাত্তার মিয়ার ছেলে যুবলীগ নেতা সাইফুল মিয়া (৩৩), ঘোড়াকান্দা এলাকার আলতাফ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জুনাইদ মিয়া (৩৫)। শীর্ষ দুই সন্ত্রাসীরা হলেন, ভৈরবপুর দক্ষিণপাড়ার মৃত শাহজাদা মিয়ার ছেলে আশরাফু্ল আলম বিজন ও তার ভাই শাওন মিয়া ।
আজ বুধবার যৌথবাহিনী পৌর শহরের রাণীবাজার ও ঘোড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও বিদেশী মদ জব্দ করা হয়।
এ বিষয়ে আজ বুধবার বেলা ১ টায় থানা প্রাঙ্গণে প্রেস বিফিং করেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজেদুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ।
যৌথ বাহিনী সুত্রে জানা যায়, বন্দর নগর ভৈরবে মাদকের ট্রানজিট রোড হিসাবে খ্যাত শহরের মাদকের ভয়াবহতা রোধে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ গঠিত যৌথ বাহিনীর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রানী বাজার এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ প্যাকেট গাঁজা, ১৮৪ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ ও ২২ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও তার প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে সাইফুলের দেয়া তথ্যমতে পৃথক অভিযানে ২ অক্টোবর বুধবার সকালে ঘোড়াকান্দা এলাকায় বাবুল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ জুনায়েদ মিয়াকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজেদুল ইসলাম জানান , সেনাবাহিনীর সদস্যরা ও র্যাব, পুলিশ সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনীর একটি টিম যৌথ অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ২৮১ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি সাইফুল ও জুনায়েদকে আটক করেছে। সাইফুল ও জুনায়েদ চিহৃিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ভৈরবে শীর্ষ দুই সন্ত্রাসী বিজন ও তার ভাই শাওনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আজ বুধবার দুপুরে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved