
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাদুল্লাপুরে চুল কালো করার দুলহান (কেমিক্যাল জাতীয় তরল পদার্থ) পান করায় মোসলেমা বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) রাজু কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মোসলেমা বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভ্যানচালক হামিদ মিয়ার স্ত্রী।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্বামী হামিদ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গতকাল রোববার সন্ধ্যায় ঘরে থাকা দুলহান (চুল কালো করার কেমিক্যাল জাতীয় পদার্থ) পান করেন তিনি। রাতে গুরুতর অসুস্থ হলে মোসলেমা বেগমকে চিকিৎসার জন্য প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানেই তিনি মারা যান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved