
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৯ সালে ডিএসইতে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩০ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved